নোবেলজয়ীর মিডিয়া প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

173

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া রেসা প্রতিষ্ঠিত অনুসন্ধানী অনলাইন গণমাধ্যম প্রতিষ্ঠান ‘র‍্যাপলার’ বন্ধের নির্দেশ দিয়েছে ফিলিপাইন কর্তৃপক্ষ। দেশটির বিগত প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে সরকারের সমালোচনা করা হাতে গোনা কয়েকটি গণমাধ্যমের একটি র‍্যাপলার। দুর্তাতের পর গত নির্বাচনে ক্ষমতায় এসেছেন সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে মার্কোস জুনিয়র।

মার্কোস জুনিয়রের নতুন সরকার কেমন হবে এমন উদ্বেগের মধ্যেই র‍্যাপলার বন্ধের নির্দেশনা এলো।

আজ মারিয়া রেসা সাংবাদিকদের বলেন, ‘আমরা আগের মতোই কাজ চালিয়ে যাব। আমরা বৈধ পথ অনুসরণ করব এবং নিজেদের অধিকারের জন্য লড়াই করব। আমরা চাপে নত হব না। ’