Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

নেপালে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

নেপালে ৫ দশমিক ৪ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। গতকাল নেপাল ছাড়াও উত্তর ভারতের কিছু অংশে এ কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। চলতি সপ্তাহের শুরুর দিকেও নেপালে ভূমিকম্প হয়েছিল। ওই ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। নেপালের সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাজহাং জেলার পাতাদিওয়ালে। এলাকাটি রাজধানী কাঠমান্ডু থেকে ৪৪০ কিলোমিটার দূরে অবস্থিত। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

Exit mobile version