নেদারল্যান্ডস সিরিজের টিকিটের মূল্য প্রকাশ বিসিবির

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজ সামনে রেখে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা মূল্যের টিকিট কিনে দর্শকরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারবেন। সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ৩০ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে। বিসিবি জানিয়েছে, টিকিট কেনা যাবে তাদের অফিশিয়াল ওয়েবসাইট এবং বিসিবি টিকিট অ্যাপ থেকে।