নেদারলান্ডে পথচারীদের গাড়ি চাপা, আহত ৬

248

লন্ডন ব্রিজ হামলার রেশ কাটেনি এখনও। তারইমধ্যে নেদারলান্ডের অ্যামস্টারডামে পথচারীদের চাপা দিল একটি গাড়ি। গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে সন্ত্রাসের যোগ নেই বলে জানিয়েছে অ্যামস্টারডাম পুলিশ। শনিবার রাত ৯টা নাগাদ অ্যামস্টারডামের সেন্ট্রাল রেল স্টেশনের বাইরে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, বেআইনিভাবে রাস্তার ওপর গাড়ি পার্ক করেছিল গাড়িটির চালক। পুলিশ জিজ্ঞাসাবাদ করতে এলে গাড়ি ঘুরিয়ে তড়িঘড়ি পালানোর চেষ্টা করে সে। তাতেই বিপত্তি বাঁধে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ফুটপাত সংলগ্ন দেওয়ালে ধাক্কা মারে। এসময় গাড়ির নীচে চাপা পড়েন ৫ জন। ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়েন আরও তিনজন। তাদের মধ্যে দু’জন সামান্য চোট পেয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। বাকি ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। গত একদু’বছর ধরে একের পর এক হামলার সাক্ষী থেকেছে ইউরোপ। গত সপ্তাহেই লন্ডনব্রিজের ওপর পথচারীদের গাড়ির নীচে পিষে দেয় ৩ জঙ্গি। ব্রিজ সংলগ্ন বরো মার্কেটের এলিয়ট ক্যাফেতেও হামলা চালায় তারা। যাতে মোট ৭ জন প্রাণ হারান। তাই শনিবারের ঘটনায় অ্যামস্টারডামবাসীর মধ্যেও উত্তেজনা ছড়ায়। তবে তাদের আশ্বস্ত করেছে প্রশাসন। এই ঘটনার সঙ্গে কোনওরকম সন্ত্রাসযোগ নেই বলে একটি বিবৃতি জারি করা হয়েছে।