নেজামপুরে ফুটবল টুর্নামেন্টে সেমিফাইলে ৪ নং ওয়ার্ড

514

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের অংশ হিসাবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭-এর ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। গত কাল রবিবার এটুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। হাটবাকইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকইল মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে মুখোমুখি হয় ওয়ার্ড নং-৪ (নেজামপুর) যুবদল বনাম ওয়ার্ড নং ৫(কাজলকেশর) যুবদল। ৪ নং ওয়ার্ড ২-০ গোলে ৫ নং ওয়ার্ডকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়।
খেলা পরিচালনা করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা রুহুল ইসলাম এবং লাইন্সম্যান ছিলেন সমাজ উন্নয়ন কর্মকর্তা তোহিদুল ইসলাম ও রুহুল আমিন।
খেলার শুরুতে বক্তব্য দেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান।
সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রয়াসের ইউনিট-২২, সমৃদ্ধি-৩, নেজামপুর অফিসের সমৃদ্ধি টিম। পিকেএসএফ সহায়তায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় টুর্নামেন্ট বাস্তবায়ন করছে
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
অপর দিকে প্রয়াসের সমৃদ্ধি কর্মসূচির আওতায় ৬নং রানীহাটি ইউনিয়নে অনুষ্ঠিত  ফুটবল খেলায় ৯ নং ওয়ার্ডকে ১-০ গোলে হারিয়েছে ৫নং ওয়ার্ড। বিকেলে কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে গোল শূন্যভাবেই বিরতিতে যায় দল ২টি। বিরতির পরে ১-০ গোলে জয় পায় ৫নং ওয়ার্ড। বিজয়ীদলের পক্ষে ৩৮ মিনিটের মাথায় একমাত্র গোলটি করে তরিকুল ইসলাম। এসময় অনুষ্ঠানে ৯ নং ওয়ার্ডের সদস্য ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৮নং ওয়ার্ডের সদস্য সরিফুল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তা বৃন্দ।