নেজামপুরে প্রয়াসের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

214

নাচোল উপজেলার নেজামপুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমৃদ্ধি কর্মসূচির আওতায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ)’র  অর্থায়নে এ প্রতিযোগিতা আজ বিনোদ বিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন নেজামপুর প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি সামছুল আলম, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, ইউনিট ব্যবস্থাপক আরিফুল ইসলাম, সমৃদ্ধি প্রোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুল হালিম, শিক্ষা সুপারভাইজার পঙ্কজ কুমার পাল, সাংস্কৃতিক ও ক্রীড়া অফিসার মাইনুল ইসলাম। সমৃদ্ধি শিক্ষা কেন্দ্রের ইউনিয়ন পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতার মধ্যে ছিল ৫০ মিটার দৌড়, অঙ্ক দৌড়, দড়িলাফ, মোরগ লড়াই, একক ও দলীয় নৃত্য, সংগীত, ছড়া ও কবিতা আবৃত্তি, অভিভাবকদের বালিশ খেলা, যুবদের দড়িলাফ এবং ফুটবল খেলা। খেলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।