নেজামপুরে উন্নত পদ্ধতিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

256

নাচোল উপজেলার নেজামপুরে মাচা পদ্ধতিতে ছাগল পালন বিষয়ক একদিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ২৫ জন সদস্য আয়বৃদ্ধিমূলক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের অর্থায়নে প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটি এ ওরিয়েন্টেশনের আয়োজন করে। প্রয়াসের ইউনিট-২২, সমৃদ্ধি-৩, নেজামপুর কার্যালয়ের আওতায় অনুষ্ঠিত ওরিয়েন্টশনের প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিকুল আলম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আঞ্চলিক ব্যবস্থাপক বাশার উদ্দীন, ইউনিট ব্যবস্থাপক আরিফুল ইসলাম, হিসাবরক্ষক ওয়াসিম আকরাম, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী ফসিউল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান ও একই কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা সালাহউদ্দীন বিশ্বাস।