নেইমার মরিনহোর নজরে

231

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) জয়ের স্বপ্ন কার্যত শেষ হয়ে গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। আজ, শনিবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে নামছেন অ্যালেক্সিস স্যাঞ্চেসরা। ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, ম্যানেজার হোসে মোরিনহো এখন থেকেই আগামি মৌসুমের দল গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আর তাঁর প্রধান লক্ষ্য নেইমার।
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে ব্রাজিলীয় তারকাকে ছিনিয়ে আনার জন্য যে অর্থ প্রয়োজন, ইতোমধ্যেই নাকি তা জোগাড় করতে নেমে পড়েছেন ম্যানইউ কর্মকর্তারা। গত মাসে স্পেনের একটি সংবাদমাধ্যম দাবি করেছিল, ব্রাজিল তারকা ইপিএলে খেলার কথা ভাবছেন। মরিনহো অবশ্য ব্রিটিশ মিডিয়ার দাবিকে জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। তবে স্বীকার করে নিয়েছেন, রিয়াল মাদ্রিদের ম্যানেজার থাকার সময় নেইমারকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিলেন তিনি।
নেইমারকে দলে নিয়ে আগামি মৌসুমে ঘুরে দাঁড়ানোর স্বপ্নের মধ্যেই মরিনহোর উদ্বেগ বাড়াচ্ছে চোট-আঘাতের সমস্যা। হাডার্সফিল্ডের বিপক্ষে এরিক বেইলি, জ্লাতান ইব্রাহিমোভিচের খেলার সম্ভাবনা ক্ষীণ। দালে ব্লিন্দের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে অনুশীলনে নামার কথা। এ ছাড়া অনিশ্চিত মারিয়ান ফেলাইনি-ও। টটেনহ্যামের বিরুদ্ধে আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। স্বস্তিতে নেই লিগ টেবলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলাও। শনিবার বার্নলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে নামছে ম্যানসিটি। ইতোমধ্যেই লিগামেন্টে চোট পেয়ে সাত সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন লেরয়ঁ সান।