Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

নেইমার ফাইনাল হিসেবে দেখছেন নাপোলি ম্যাচকে

ঘরোয়া ফুটবলে দারুণ ছন্দে এগিয়ে চলা পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগে এখনও স্বরূপে দেখা যায়নি। নাপোলির বিপক্ষে আগামি ম্যাচটিকে বাঁচা-মরার লড়াই হিসেবে দেখছেন দলটির সেরা তারকা নেইমার। নিজেদের সেরাটা খেলতে সতীর্থদের আহ্বান জানিয়েছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম দল হিসেবে লিগে মৌসুমের প্রথম ১২ ম্যাচ জয়ের রেকর্ড গড়া পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত তিন ম্যাচের একটিতে জিতেছে।
মঙ্গলবার গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ সময় রাত দুইটায় নাপোলির মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়নরা। পিএসজির মাঠে প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছিল।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে সতীর্থদের ভালো করার আহ্বান জানান নেইমার।
“এটা খুবই কঠিন একটা ম্যাচ। আমাদের জন্য এটা একটা ফাইনাল।”
“আমরা জানি যে এই ম্যাচ আমাদের জিততেই হবে। আর দারুণ একটা ফল পেতে আমরা ভালো একটা ম্যাচ খেলার আশা করি।”
“আবারও বলি, এটাতে আমাদের এমনভাবে খেলতে হবে যেন এটা আমাদের জীবনের শেষ ম্যাচ।” চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগ ওয়ানে ১০ ম্যাচে ৯ গোল করেছেন নেইমার। আর চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে করেছেন তিন গোল।
‘সি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে আছে পিএসজি। এক পয়েন্ট এগিয়ে দুইয়ে আছে নাপোলি। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল।

Exit mobile version