নেইমারকে খোঁচা দিলেন লুলা,মেসিকে অভিনন্দন জানিয়ে

41

একবার-দুইবার নয়, অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে তিনটি বেশি! মেসি যেখানে নিজেকে সর্বকালের সেরাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন, সেখানে সব সম্ভাবনা থাকা সত্ত্বেও নেইমার সহ ব্রাজিলের অনেক প্রতিভাবান ফুটবলার শুধু প্রতিভার অপচয়ই করেছেন। প্যারিসের তিয়াটর দু শাতলে মেসির ব্যালন ডি’অর জেতা নিয়ে ফুটবলবিশ্বে রীতিমতো উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। অভিনন্দন আর শুভেচ্ছার বন্যায় ভাসছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার নিজ দেশ আর্জেন্টিনায় চলছে উৎসবের আমেজ। পাশের দেশ ব্রাজিলেও এর ঢেউ আছড়ে পড়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ‘এক্স’-এ মেসিকে অভিনন্দন জানানোর পাশাপাশি ব্রাজিলিয়ান তরুণদের জন্য আদর্শ হিসেবে বর্ণনা করেছেন।

লুলা দা সিলভা নিজেও একজন ফুটবল সমর্থক। স্বাভাবিকভাবেই মেসির অষ্টম ব্যালন ডি’অর জয় তার ওপর প্রভাব ফেলেছে। নিজের সাপ্তাহিক সোশ্যাল মিডিয়া ব্রডকাস্টে তিনি বলেন, ‘ব্রাজিলিয়ান খেলোয়াড়দের জন্য মেসি আদর্শ নয়, এমনটা হতে পারে না। একজন ৩৬ বছর বয়সী খেলোয়াড়, যে যুক্তরাষ্ট্রের লিগে খেলে, গত বছর বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে এবং এ বছর সে আবারও ব্যালন ডি’অর জিতে নিয়েছে। ‘মেসির পেশাদারিত্বের ভূয়সী প্রশংসাও করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। বিশেষ করে কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি লিগেও যে মনোযোগ ধরে রেখেছেন মেসি, তা দেখে মুগ্ধ লুলা। অথচ ব্রাজিলের খেলোয়াড়দের মধ্যে এই বিষয়টা অনুপস্থিত। লুলার মতে, ব্রাজিলের প্রতিভাবান খেলোয়াড়রা যত দ্রুত আবির্ভূত হয়, তত দ্রুত হারিয়ে যায়। তিনি বলেন, ‘ব্রাজিলিয়ান তরুণ যারা ১৬-১৭ বছরে উঠে আসে এবং এরপর বিদেশে ট্রান্সফার হওয়ার পর হারিয়ে যায়, তাদের জন্য মেসি আদর্শ।