নিয়ামতপুরে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

444

নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০১৮-২০১৯ অর্থবছরে খরিপ-১ ও ২০১৯-২০২০ মৌসুমে উফশী আউশ আবাদ বৃদ্ধির প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু হয়েছে। আজ সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ প্রণোদনার সার, বীজ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুল্লাহ মো. ওয়াহেদুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাইদুর রহমান, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নইম, হাজিনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সফিউল আলম। এবারে উপজেলায় ১ হাজার ৮০০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি আউস ধানের বীজ, ডিএপি ১৫ কেজি, এমওপি ১০ কেজি প্রদান করা হয়।