নিয়ন্ত্রণরেখায় সেনা পেছাতে সম্মত ভারত-চীন

166

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনাদের পিছিয়ে আনতে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও চীন। মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র ঝাও জানান, উত্তেজনা প্রশমনে উভয়পক্ষ পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে ৪০ সেনা নিহতের বিষয়টি অস্বীকার করে একে ‘ভুয়া খবর’বলেও জানিয়েছেন তিনি। ভারতীয় সূত্র বলেছে, ‘সেনা পিছনোর বিষয়ে (ডিসএনগেজ) পারস্পরিক ঐকমত্য হয়েছে।’

রয়টার্স জানিয়েছে, কমান্ডার পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রায় ১১ ঘণ্টা এই বৈঠক স্থায়ী হয়েছে। গালওয়ান উপত্যকার ১৫ জুন চীনা ও ভারতীয় সেনাদের সংঘর্ষ হয়। এতে ২০ ভারতীয় সেনা নিহত হয় বলে নয়া দিল্লি জানিয়েছিল।

ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, নিয়ন্ত্রণরেখা বরাবর স্থায়ী বাঙ্কারসহ বিভিন্ন নির্মাণের কাজ বন্ধ রাখার বিষয়টিতেও চীনের সেনা কর্মকর্তারা নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন।