নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সবার সহযোগিতা পেলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব। আজ ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল গ্রহণের জন্য স্থাপিত বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য মতে, আজ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।