নিরাপদ সবজি উৎপাদনে ‘গ্যাপ’ অনুসরণ : কৃষক প্রশিক্ষণ শেষে মাঠ দিবস
চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় বাস্তবায়িত মৌসুমব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) কোর্সের (গ্যাপ, আইপিএম, আইসিএম, আইপিএনএস) এই মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষিতে গুড এগ্রিকালচারাল প্র্যাকর্টিস (গ্যাপ) অনুশিলনের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদনের ওপর চার মাস মেয়াদি কৃষকদের প্রশিক্ষণ শেষে মাঠ দিবসের আয়োজন করে প্রোগ্রাম কো-অর্ডিনেশন ইউনিট খামারবাড়ি ঢাকার সহযোগী সংস্থা ‘পার্টনার’। শনিবার বিকেলে কল্যাণপুর হটিকালচার সেন্টারের উপ-পরিচালক একেএম মঞ্জুর মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠদিবসে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা শামীম ইকবাল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান, পার্টনার-এর সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়সহ অন্যরা। মাঠদিবসের আলোচনায় বক্তরা বলেন, গ্যাপ অনুশীলনের মাধ্যমে উৎপাদিত সবজি বিদেশে রপ্তানির ফলে একদিকে যেমন বৈদেশিক মূদ্র অর্জন করা সম্ভব হবে অন্যদিকে তেমনি কৃষক তার পণ্যের উচ্চ মূল্য পাবেন। এছাড়া দেশের মানুষের জন্য নিরাপদ সবজি সরবরাহ নিশ্চিত করাও সম্ভব হবে। এসময় গ্যাপ কার্যক্রমের আওতায় ৮টি প্রদর্শনী প্লট তৈরি করা হয়।৭৫ জন কৃষক অংশগ্রহণ করেন।