নিরাপদ মাতৃত্ব কার্যক্রমের উদ্বোধন ও প্রাথমিক সভা অনুষ্ঠিত

262

চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলায় নিরাপদ মাতৃত্ব কার্যক্রমের উদ্বোধন ও প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রূপন কান্তি শীল। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস এম এফ খায়রুল আতাতুর্ক, বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আহম্মেদ মোল্লাসহ অন্যরা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহানের উদ্যোগে, নিলুফা ওল্ড কেয়ার এন্ড সার্ভিসের আয়োজনে ও শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেনা কার্যালয়ের সহযোগিতায় এই কার্যক্রমের উদ্বোধন ও প্রাথমিক সভা অনুষ্ঠিত হল।
প্রসঙ্গত, নিরাপদ মাতৃত্ব সেবা কার্যক্রমের অংশ হিসেবে জেলার ৫টি উপজেলার মধ্যে প্রাথমিক ভাবে শিবগঞ্জ উপজেলায় এই কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যেই শিবগঞ্জ উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একজন করে ধাত্রী/সেবিকা নিয়োগ প্রদান করা হয়েছে।