সদর উপজেলায় নিরাপদ আম উৎপাদন ও সংগ্রহোত্তর সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ শুরু

531

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নিরাপদ আম উৎপাদন ও সংগ্রহোত্তর সংরক্ষণ বিষয়ক আম চাষী ব্যবসায়ীর প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে ৪’শজনকে ধারাবাহিক এই প্রশিক্ষণ দেওয়া হবে। আজ সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, রানীহাটি ইউপি চেয়ারম্যান মহসিন আলী, সদর উপজেলা কৃষি অফিসার ড. জাহাঙ্গীর ফিরোজ।
উপজেলা পরিষদের অর্থায়নে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২টি ও সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের ১৬টি ব্যাচে ৪’শ আম চাষী ও ব্যবসায়ীকে ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি ব্যাচে ২৫জন করে অংশগ্রহণ করছেন।