নিরাপদ আম উৎপাদনে চাষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

187

আম ও আমজাত পণ্যের রপ্তানির সম্ভাবনা ও উত্তম কৃষি প্রযুক্তিতে নিরাপদ আম উৎপাদন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা চেম্বারের সিনিয়র সহ সভাপতি ও বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশনের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হানুর সভাপতিত্বে কর্মলাশার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য আবুল বাসার। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের। সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় মানব দেহের জন্য কেমিক্যাল মুক্ত নিরাপদ আম উৎপাদন পদ্ধতি, আমের রোগ, বালাই, পোকা দমন, আমগাছ, বাগান ও আম পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি, আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় অংশগ্রহণ কারীদের সামনে তুলে ধরেন আম বিজ্ঞানি ড. জমির উদ্দিন। কর্মশালার আরো বক্তব্য দেন, বাংলাদেশ ম্যাংগো প্রডিউসর মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ। জেলা সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় প্রায় ১ হাজার কোটি টাকার ৫ লক্ষ মে.টন. আম উৎপাদন হবে বলে তিনি আবারও আশা প্রকাশ করেন। প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন. বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শুকুরুদ্দীন, সদস্য মহসীন আলী, এম কোরাইশী, এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম সহকারী কমকর্তা লিটন চন্দ্র রায়। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৬০ জন আমা চাষি ও ব্যবসায়ীসহ স্থানীয় গণম্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।