নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত ক্ষতি হল বাংলাদেশের

426

ম্যাচটা অনেকটাই নিউজিল্যান্ডের দিকে ঝুঁকে পড়েছিল। এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়াকে কোনোবারই হারাতে পারেনি নিউজিল্যান্ড। পারল না এবারও। বৃষ্টিতে ভেসে গেল আসরের দ্বিতীয় ম্যাচটি। নিউজিল্যান্ডের দেওয়া ২৯২ রান তাড়া করতে গিয়ে ৫৩ রানে তিন উইকেট হারিয়ে বসা অস্ট্রেলিয়াকে শেষ পর্যন্ত হারতে হলো না। ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাওয়ায় দুদলের মধ্যে একটি করে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে। ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হেরে যাওয়ায় র‌্যাংকিংয়ে সাতে নেমে এসেছে বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ ভেসে যাওয়ায় চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকা এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে টাইগারদের জন্য। চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপের চিত্রটা বেশ প্যাচালো হতে যাচ্ছে। এক ম্যাচ জিতে দ্ইু পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার রয়েছে একটি করে পয়েন্ট। বাংলাদেশের সংগ্রহ এখনো শূন্য। সেমিফাইনালে উঠতে হলে পরের দুটি ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। একটি ম্যাচে হারলেই এবারের আসর থেকে টাইগারদের বিদায় নিশ্চিত। ৫ জুন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটিই মূলত এই গ্রুপের ভাগ্য অনেকটা নির্ধারণ করে দেবে।