নিউজিল্যান্ডে স্থায়ী বসবাসের সুযোগ পাচ্ছে হামলার শিকার পরিবার

187

সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইষ্টচার্চের মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ হত্যাকাÐের শিকার হন মুসলিমরা। এ হামলা শিকার হওয়া ব্যক্তিদের নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হবে। এ জন্য নিউজিল্যান্ডের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আজ একটি নতুন ভিসা পদ্ধতি চালু করেছে। ওই হামলার সময় যেসব ব্যক্তি মসজিদ আল নুর বা লিনউড মসজিদে ছিলেন তারা বিশেষভাবে ওই ভিসার আওতভুক্ত হবেন বলে জানাগেছে। ওই ব্যক্তিদের অব্যবহিত পরিবারগুলোও ওই ভিসার আওতাভুক্ত হবেন। ক্রাইষ্টচার্চের ঘটনার পরিপ্রেক্ষিতে যে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা ২০১৯ চালু করা হয়েছে তা আজ থেকে কার্যকর হবে। ওই হামলার সময় দুটি মসজিদের যেকোনো একটিতে উপস্থিত ছিলেন এমন ব্যক্তি নতুন এই ভিসা সুবিধা পাবেন।