না ফেরার দেশে চলে গেলেন রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য গৌরি চন্দ সিতু

না ফেরার দেশে চলে গেলেন চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব নারী সমাজের অহংকার গৌরি চন্দ সিতু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। গৌরি চন্দ সিতু রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য ছিলেন, ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। শ্রীশ্রী রামসীতা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী সুনীল বর্মন কানাইয়ের সহধর্মিনী গৌরি চন্দ সিতু সচেতন নাগরিক কমিটি সনাকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। এছাড়াও তিনি স্কাউটস ও গার্ল গাইডসের অন্যতম নেত্রী ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়সংঘ মোড়ের বাসিন্দা ছিলেন। আজ সন্ধ্যা পৌনে ৬ টার দিকে অসুস্থতার কারণে নিজ বাসভবনে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন ও স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস।