নারী সচেতনতায় পপি

342

একজন নারী হয়ে দেশের বিভিন্ন অঞ্চলের নারীদের সিলিন্ডার গ্যাস ব্যবহারে সচেতনতার কাজ করে যাচ্ছেন চিত্রনায়িকা পপি। বসুন্ধরা এলপি গ্যাস ব্যবহারে নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় সেমিনারে অংশ নিচ্ছেন নন্দিত এই নায়িকা। ডিসেম্বর থেকে জেলায় জেলায় ধারাবাহিকভাবে নারীদের গ্যাস ব্যবহারে সচেতনতা বৃদ্ধির এই কাজে অংশ নিতে পেরে খুব গর্বিত এবং আনন্দিত পপি। শুধু নারীদেরই এই গ্যাস ব্যবহারে সচেতনতা গড়ে তুলবেন এমন নয়, পপি এরইমধ্যে প্রতিষ্ঠানটিকে প্রস্তাব রেখেছেন পুরুষদেরও সচেতনতা বৃদ্ধির জন্য সেমিনার করার। এভাবে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলতে থাকলে সারা দেশেই এই গ্যাস ব্যবহারে সচেতনতা সৃষ্টি হবে। পপি বলেন, এই ধরনের একটি ধারাবাহিক কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে।
এই গ্যাস ব্যবহার করে অনেক কম সময়েই রান্নার কাজ শেষ করা যায়। তাতে সময়ও বাঁচে অনেক। নারীরা যাতে নিরাপদে এই গ্যাস ব্যবহার করেন এবং কীভাবে করবেন তাই বুঝিয়ে বলার চেষ্টা করি আমি প্রতিটি সেমিনারে। আমার সঙ্গে যারা এই জার্নিতে আছেন তারাও আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করছেন। একজন নারী হয়ে এই ধরনের কাজ করতে পারছি বলে আমি সত্যিই ভীষণ খুশি। এরইমধ্যে পপি সিলেট, রাজশাহী, বগুড়া, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ আরো কয়েকটি জেলায় এই কার্যক্রমে অংশ নিয়েছেন।