নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত
ঠিক যুবাদের মতোই অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনাল হতে যাচ্ছে। কারণ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে মুখোমুখি বাংলাদেশ-ভারত। এবার পালা মেয়েদের। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে সুপার ফোরের ম্যাচে নেপালকে ৯ উইকেটে উড়িয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে আরেক সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শ্রেষ্ঠত্বের মঞ্চে উঠে ভারতের মেয়েরা। টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৫৪ রান করতে সক্ষম হয় নেপাল। বৃষ্টির কারণে অবশ্য ম্যাচ নেমে আসে ১১ ওভারে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখেই বড় জয় পায় বাংলাদেশ। সুপার ফোরের শীর্ষ দুই দল হিসেবে ফাইনালে উঠেছে বাংলাদেশ-ভারত। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ভারত শীর্ষে। আর সমান ম্যাচে দুইয়ে থাকা বাংলাদেশের পয়েন্ট ৬। তিনে থাকা শ্রীলঙ্কার ৪ পয়েন্টের বিপরীতে নেপালের ৩। আগামী সোমবার চ্যাম্পিয়ন হতে লড়বে বাংলাদেশ-ভারত।