নারীদের সামনে এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান

601

নারীদের সামনে এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান। আজ বিকেলে বেগম রোকেয়া দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দিবসগুলি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন তিনি। জাতীয় মহিলা সংস্থার আয়োজনে শহরের টাউন ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান আ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা’র সভাপতিত্তে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, সংস্থার জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুফিয়া বেগম, সহকারী প্রোগ্রামার তাসরীন সুলতানাসহ অন্যানরা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল হাসান বলেন, নারীদের সামনে এগিয়ে আসতে হবে। আমি আশা করি এখানে যারা প্রশিক্ষণ নিচ্ছেন, তারা আগামীতে বেগম রোকেয়ার মত সংগ্রম করে যাবেন। সভাপতির সমাপনী বক্তব্যে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে আ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা বলেন, নারী বলে নিজেদের ছোট ভাববেন না। নারী পুরুষ সবাইকে একসাথে কাজ করতে হবে।