নামোশংকরবাটী চৌমুহনী এলাকায় আরসিসি কভার স্লাব ড্রেন ও পাইপ ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন

215

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী চৌমুহনী এলাকায় আরসিসি কভার স্লাব ড্রেন ও পাইপ ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ডের অর্থায়নে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলার জন্য, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নের জন্য এ ড্রেন নির্মান করা হচ্ছে। আজ বিকেলে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজ উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণায়ের অতিরিক্ত সচিব ড. নুরুল কাদির। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, প্যানেল মেয়র সাইদুর রহমান, পৌরসভার টাউন প্ল্যানার ইমরান হোসেন, সমাজসেবী আব্দুল হান্নানসহ অন্যান্যরা। এসময় প্যানেল মেয়র নুরুল ইসলাম মিনহাজ, কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, আব্দুল বারিকসহ সংশ্লিষ্ট এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রকল্পের এই কাজের আওতায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে পৌরসভার ৯, ১০ ও ১১ নং ওয়ার্ড এলাকায় প্রায় দেড় কিলোমিটার ড্রেন নির্মাণ করা হবে।