নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ১৭০০ কমলালেবুর চারা বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে আজ ছাত্র-ছাত্রীদের মধ্যে ১ হাজার ৭০০টি কমলালেবুর চারা বিতরণ করা হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের ফলদ বৃক্ষ রোপণে উৎসাহিত করা হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মারশাল শিক্ষার্থীদের হাতে কমলালেবুর চারাগুলো তুলে দেন। আয়োজকরা জানান, এ কর্মসূচির লক্ষ্য হলো পরিবেশ রক্ষা, কৃষি সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা।