নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে শিক্ষা সপ্তাহ

160

শিক্ষা মেলায় শিক্ষা-সংক্রান্ত উপকরণ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে শিক্ষা সপ্তাহ।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পিটিআই প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’- এই প্রতিপাদ্যে শিবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে মুখ্য আলোচক ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফি হাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হকসহ অন্যরা। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শেষে পাঁচটি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।