নাচোল পৌরসভার ২১ বছর পূর্তিতে আলোচনা
নাচোল পৌরসভার ২১ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে পৌর হলরুমে পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি, বিশিষ্ট রাজনীতিবিদ নূর কামাল, তৎকালীন প্যানেল মেয়র তৌফিকুর রহমান, নুরুল ইসলাম, দুরুল হুদা। পৌর পরিষদের কর্মকর্তা ও কর্মচারী আয়োজিত পৌরসভার ২১ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তারা ২০০৪ সালে স্থাপিত নাচোল পৌরসভার স্মৃতি এবং আগামীতে উন্নয়নের দিক নির্দেশনা তুলে ধরে আলোচনা করেন। পৌর লাইসেন্স পরিদর্শক আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাচোল বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম এনামুল হক।