নাচোল কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নাচোল কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর নির্বাচিত ৩৮৬ জন শিক্ষার্থীর অংশগ্রহনে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবছরও চতুর্থ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। ২০০৯ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ১৫ বার ২৫০ জন বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে প্রায় ১২ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। যা শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনে অনুপ্রেরণা প্রদান করছে।উল্লেখ্য যে প্রতিটি প্রতিষ্ঠান থেকে প্রতি শ্রেণিতে ০৫ জন করে কর্তৃপক্ষ কর্তৃক বাছাইকৃত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।

চতুর্থ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীকে মেধাবৃত্তি যথাক্রমে ১ম ৪ হাজার, ৩ হাজার ও ৩য় ২ হাজার টাকা প্রদান করা হয় এবং ৪র্থ ও ৫ম স্থান অধিকারীকে শুভেচ্ছা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীকে মেধাবৃত্তি যথাক্রমে- ৫ হাজার, ৪ হাজার ও ৩ হাজার টাকা প্রদান করা হয় এবং ৪র্থ ও ৫ম স্থান অধিকারীকে শুভেচ্ছা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। বৃত্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন কল্যাণ ফাউন্ডেশন এর নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক, পরিচালনা পর্ষদ এর সদস্য সচিব ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নির্বাহী কমিটির মহাসচীব সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, সহ সভাপতি সফিকুল আলম সহ সভাপতি প্রধান শিক্ষক নেজামপুর উচ্চ বিদ্যালয় জহির উদ্দিন, নির্বাহী সদস্য সাবেক ভিপি এবি ব্যাংক এ টি এম নুরুল্লাহ, শিক্ষা সচিব উপধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তী, কোষাধ্যক্ষ সাবেক প্রধান শিক্ষক ভেরেন্ডী উচ্চ বিদ্যালয় সুধেন চন্দ্র বর্মন, সাংগঠনিক সচিব সহকারী অধ্যাপক রাজবাড়ী কলেজ হুমায়ুন কবির আজম, প্রশিক্ষণ সচিব লেখক আলাউদ্দিন বটু, প্রচার ও প্রকাশনা সচিব মজিদুল ইসলাম, দপ্তর সচিব মাহফুজুর রহমান রকি সহ অন্যান্যরা।