নাচোল উপজেলা নির্বাহী অফিসার : ১ জনের বিদায় আরেকজনের যোগদান
নাচোলে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। একই সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল উদ্দিনকে বরণ করা হয়েছে। আজ দুপুরে ৩২তম নাচোল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. কামাল উদ্দিন যোগদান করেন। এসময় নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করেন সদ্য বিদায়ী ইউএনও ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। উপস্থিত ছিলেন— বিদায়ী ইউএনও নীলুফা সরকার, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। ইউএনও কামাল উদ্দিন বলেন, নতুন কর্মস্থলে সঠিকভাবে যেন দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কামাল উদ্দিন এর আগে নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা।
এছাড়াও বিদায়ী ইউএনও নীলুফা সরকার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রাজশাহী বিভাগীয় অফিসে সচিব পদে যোগদান করেছেন।