Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে গ্রীনভ্যালী একাডেমি মাঠে উদ্বোধনী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা ০৪নং ওয়ার্ডের খেলা শেষ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রয়াসের সহকারি পরিচালক আবুল খায়ের খান ও আঞ্চলিক ব্যবস্থাপক বাশার উদ্দিন বিশেষ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং গ্রীণভ্যালী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ইকবাল হোসেন টুর্নামেন্টের উদ্বোধনী ঘোষনা করেন। খেলা পরিচালনায় ছিলেন শিক্ষা সুপারভাইজার পঙ্কজ কুমার পাল। তাকে সহযোগিতায় করে গার্লস গাইড ও স্কাউড দল গ্রীণভ্যালী একাডেমি। আরো উপস্থিত ছিলেন ইউনিট ব্যবস্থাপক আরিফুল ইসলাম, প্রবীণ অর্গানাইজারের কর্মসূচি সংগঠক মাইনুল ইসলাম ও সমৃদ্ধি টিম। খেলা শেষে পুরষ্কার বিতরন করা হয়েছে।এদিকে, বিনোদবিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩য় টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফুটবল খেলায় টুর্নামেন্টে ১ নং ওয়ার্ডের মুখোমুখি হয় ৩ নং ওয়ার্ড। বিনোদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বিশেষ দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং খেলা উদ্বোধন ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের সহকারী পরিচালক আবুল খায়ের খান, আঞ্চলিক ব্যবস্থাপক বাশার উদ্দিন, ইউনিট ব্যবস্থাপক আরিফুল ইসলাম ও সমৃদ্ধি টিম। খেলাটি ২-২ গোলে ড্র হয়। খেলার রেফারির দায়িত্বে হাবিবুর রহমান, লাইস ম্যানে এসডিও তোহিদুল ইসলাম ও সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা সালাহ্ উদ্দিন বিশ্বাস, ধারাভাষ্যে আঞ্চলিক ব্যবস্থাপক বাশার উদ্দিন ও সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা রুহুল ইসলাম।

Exit mobile version