নাচোলে ৫ মৎস্য চাষিকে দেয়া হলো পোনা

89

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে দুজন মৎস্যচাষিকে চিতল ও তিনজনকে দেশীয় ছোট গুলসা টেংরা মাছের পোনা প্রদান করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটের (মৎস্য খাত) আওতায় এই পোনা প্রদান করা হয়। প্রয়াসের ইউনিট-১১ ফতেপুর শাখা থেকে পোনা বিতরণের সময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির চাঁপাইনবাবগঞ্জ সদর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. বাসার উদ্দিন, ফতেপুর শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও ফতেপুর শাখার হিসাবরক্ষক মো. মজলুম হোসেন।
প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক চাষিদের মধ্যে মাছের পোনা ছাড়ার নিয়ম, নিয়মিত সম্পূরক খাবার প্রয়োগ, মাঝেমধ্যে জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা, ১৫-২০ দিন পরপর নিয়মিত পুকুরে চুন ও লবণ দেয়ার পরামর্শ দেন।