নাচোলে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়

153

নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সোনামাসনা এতিমখানা মাদরাসার ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মোকবুল হোসেন।
এ সময় বোর্ড চেয়ারম্যান প্রত্যন্ত অঞ্চলে এরকম একটি অবহেলিত প্রতিষ্ঠান রয়েছে যার অবকাঠামো উন্নয়ন হয়নি, তাই এ প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য যা যা করা দরকার সেটি নাচোলের সন্তান হিসেবে করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বেলা ১১টায় এতিমখানা মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাহান আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোসা. মরিয়ম খাতুন, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন, মাক্তাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজামুল হক, বিশিষ্ট সমাজসেবক সালেহ আহম্মেদ বাচ্চু ও শাহজাহান আলী।
সোনাইচন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওবাইদুর রহমানের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাঠশালা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ হোসেন, প্রত্যাশা একাডেমির পরিচালক মজিদুল হক, রাজবাড়ী কলেজের সভাপতি মেসবাউল হকসহ অন্যরা।