নাচোলে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

158

নাচোলে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।  আজ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাইমিনা শারমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নী, স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ। এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নেজাম পুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, ফতেপুর ইউপি চেয়ারম্যান সাদির আহমেদ (ভুলু), নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রাভাতী মাহাতো, বিআরডিবি কর্মকর্তা হারুন আর রশিদ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলীর কর্মকর্তা ইউসুফ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।