নাচোলে ২জন ভিক্ষুককে পূনর্বাসনের লক্ষে্্য ২লক্ষ টাকা প্রদান

200

নাচোলের নেজামপুরে প্রয়াসের উদ্দোগে নাক-কান-গলা ও মেডিসিন রোগ বিষয়ক স্বাস্থ্যক্যাম্প এবং সমৃদ্ধি কেন্দ্রঘরের মধ্য-গভীর নলকূপ ও ল্যাট্রিন স্থাপনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও ২জন ভিক্ষুককে ভিক্ষুক পূনর্বাসন কার্যক্রমের আওতায় ২ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক। আরো উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক মুখলেশুর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক বাশার উদ্দীনসহ অন্যরা। আজকের স্বাস্থ্য ক্যাম্পে মেডিসিন রোগের ১৫১জন এবং নাক, কান ও গলা রোগের ৬২জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠাটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮এফএম। ভিক্ষুক পূনর্বাসন কার্যক্রমের আওতায় অর্থ সহায়তা পেয়ে মনের কথাগুলো এবাবেই বলছিলেন, ফিকি বেগম এবং রফিকুল ইসলাম। এই সহায়তার টাকা দিয়ে তাদের জীবনকে সমাজে নতুন ভাবে তুলে ধরবেন।