নাচোলে হাইড্রোফোনিক পদ্ধতিতে নিরাপদ সবজি চাষ

87

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হাইড্রোফোনিক পদ্ধতিতে নিরাপদ সবজি চাষ শুরু হয়েছে। সুইজারল্যান্ড অ্যাম্বাসি এবং হেকস-ইপারের সহয়তায় ডাসকো ফাউন্ডেশনের রিভাইভ প্রকল্পের আওতায় এ পদ্ধতিতে সবজি চাষ শুরু হয়েছে।
রবিরবার বেলা সাড়ে ১১টার দিকে নাচোল উপজেলার ঝিকড়া গ্রামে এই পদ্ধতিতে চাষ করা প্রদর্শনী প্লট পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ এবং নাচোল আঞ্চলিক ম্যানেজার, পরিবেশ অধিদপ্তরের সাব পিএমইউ মোজাদ্দেদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেনÑ রিভাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী নারায়ণ চন্দ্র রায়, সিডিও শ্যামলী রানী এবং নাসরিন আক্তার।
প্রযুক্তিটির কারিগরি সহায়তা প্রদান করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)। এই প্রযুক্তিতে মাটি ছাড়াই বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন করা হয়। প্রযুক্তটি এই এলাকায় সম্পূর্ণ নতুন। এতে উৎপাদিত সবজি স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব। রিভাইভ প্রকল্পের ১০ জন উপকারভোগীর যৌথ প্রচেষ্টায় এ পদ্ধতিতে সবজি চাষ করা হচ্ছে।
প্রত্যন্ত গ্রামের আদিবাসী এবং প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি নিরাপদ সবজি বাজারজাতের জন্য শহর অঞ্চলেও এর প্রদর্শনী আরো বাড়ানো দরকার বলে উপজেলা কৃষি অফিসার মন্তব্য করেন।