Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

নাচোলে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ ও ভিক্ষুক পুনর্বাসনে ২লক্ষ টাকার চেক প্রদান

নাচোলে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ’র সমৃদ্ধি কর্মসূচির আওতায় ভিক্ষুক পুনর্বাসন ও পরিবার ভিত্তিক স্যানিটারী ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলার নেজামপুর ইউপির গ্রীণভ্যালী একাডেমী চত্বরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে পরিবার ভিত্তিক ১শ’ হতদরিদ্র পরিবারকে এ স্যানিটারী ল্যাট্রিন এবং এলাকার ২জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে ১লক্ষ করে ২লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, গ্রীণভ্যালী একাডেমীর প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন, প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক তাকিউর রহমান, আঞ্চলিক পরিচালক বাসার উদ্দিন, নেজামপুর ইউনিট ব্যবস্থাপক আরাফাত কামরুজ্জামান। উল্লেখ্য, প্রয়াস মানবিক সোসাইটির ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার নেজামপুর ইউপির দোগাছী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ভিক্ষুক তবজুল হক এবং বাঁশবাড়িয়া গ্রামের মৃত লক্ষণ রায় এর ছেলে ভিক্ষুক মানিক রায়কে ১লক্ষ করে ২লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়।

Exit mobile version