নাচোলে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

130

নাচোলে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার ব্যবস্থাপনা ও নাচোল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ পরিচালক ডা. আব্দুস সালাম। নাচোল মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ সাদিয়া আফরিনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলতানা পাপিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, পৌর মেয়র আব্দুর রশিদ। কর্মশালায় স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতকরণ বিষয়ক বক্তব্য ও তথ্যউপাত্ত¡ উপস্থাপন করেন, এমসিএইচ-সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা. এবিএম সামছুদ্দিন আহাম্মেদ। তিনি বলেন, স্থানীয় সরকারের সম্পৃক্ততায় এবং জনগণের অংশীদারিত্বে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র শক্তিশালি এবং ব্যবস্থাপনা কমিটির ভূমিকা আরও জোরদার করা হলে মাতৃ-মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমে আসবে। পাশাপাশি নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসবকে উৎসাহিত এবং সরকারের চিকিৎসাসেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে আমাদের কাজ করতে হবে। যাতে করে প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র একটি মডেল মা-শিশু ও কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে।