নাচোলে সাংস্কৃতি ও ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

861

নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাটবাকইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতি ও ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড়, গণিত দৌড়, দড়ি লাফ, মুরোগ লড়াই, বালিশ খেলা, একক নৃত্য, দলীয় নৃত্য, সংগীত ও সাধারণ জ্ঞান প্রতিযোগীতা। আজ দুপুরে হাটবাকইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জোনাব আলী প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলাটির পরিচালনায় ছিলেন, সুপারভাইজার শিক্ষা পঙ্কজ কুমার পাল। খেলাটিতে আরো উপস্থিত ছিলেন, ইউনিট ব্যবস্থাপক আরিফুল ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা রুহুল ইসলাম, মাইনুল ইসলামসহ প্রবীণ অর্গানাইজার সমৃদ্ধি টিম। খেলাটির শেষে পুরষ্কার বিতরন করা হয়। এদিকে, সদর উপজেলার ৬নং রানীহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সমৃদ্ধি কেন্দ্রের পাশে সাংস্কৃতি ও ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম, ৬নং রানীহাটি ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রবিউল ইসলামসহ অন্যান্যরা। পিকেএসএফের আর্থিক সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বাস্তযায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায়, উন্নয়নে যুব সমাজ, শিক্ষা কার্যক্রমের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অংশগ্রহণে ‘সমৃদ্ধি’ সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাস ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।