নাচোলে সাংবাদিকদের সাথে মতবিনিময় নবাগত ওসির

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী। বুধবার বেলা ১১টার দিকে ওসির কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে সাংবাদিকদের পরামর্শ গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখা ও থানা দালালমুক্ত রাখার আশ্বাস দেন নবাগত ওসি। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু দায়িত্ব পালন, চোরাকারবারী, ছিনতাই, ইভটিজিং, মদ, গাঁজা, কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ, বাসস্ট্যান্ডে যানজট মুক্তসহ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সঠিকভাবে কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় ওসি (তদন্ত) নূরুল সৈকতসহ অন্যরা উপস্থিত ছিলেন।