নাচোলে রেশমচাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা অন্বেষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

208

নাচোলে ফার্মিং পদ্ধতিতে রেশমচাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা অন্বেষণ বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ নাচোল উপজেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয় এর আয়োজনে নাচোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, মুঃ আবদুল হাকিম। বিশেষ অতিথির বক্তব্য দেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহী, সদস্য (সম্প্রসারণ ও প্রেষণ) এম, এ মান্নান, বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট রাজশাহী, পরিচালক, মুনসুর আলী, নাচোল পৌরমেয়র আব্দুর রশিদ। অনান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার এমএ সাদিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল হক, কসবা ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান। বক্তাগন বলেন, নাচোল বরেন্দ্র এলাকা পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় কৃষকের জন্য ধান চাষ তেমন লাভ জনক হচ্ছেনা এখন সময় এসেছে ভাববার, কৃষককে বিকল্প কৃষি চাষ করতে হবে যাতে করে পানি কম লাগে এবং কৃষক লাভবান হয়। মহাপরিচালক, মুঃ আবদুল হাকিম তথ্য উপাত্ত তুলেধরে তাঁর বক্তব্যে বলেন, নাচোল এলাকা তাপমাত্রা এবং আবহাওয়া রেশম চাষের জন্য অনেকটা সম্ভাবনাময় তাই বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড বরেন্দ্র এলাকা হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট এবং নওগাঁর কিছু এলাকাসহ ৮টি জেলাকে বেছে নিয়ে একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে।