নাচোলে মাদরাসায় বার্ষিক দাতা সদস্য সংগ্রহ ও আদায় অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলস্টেশন এলাকার ঐতিহ্যবাহী জামিয়াতুল মারকাজিয়া দারুল উলুম আল-ইসলামীয়া মাদরাসার বার্ষিক দাতা সদস্য সংগ্রহ ও আদায় অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় মাদরাসা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। মাদরাসাটির প্রধান উপদেষ্টা মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাচোল সরকরিী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ্য ওবাইদুর রহমান, সমাজসেবক আমানুল্লাহ আল মাসুদ ও গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম।
আলোচার পর দুপুর সাড়ে ১২টার পর আনুষ্ঠানিকভাবে দাতা সদস্যদের সংগ্রহ ও আদায় কার্যক্রম শুরু হয়।