Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

নাচোলে মাছ চাষ বিষয়ে মাঠ দিবস

নাচোল উপজেলার মাক্তাপুরে অণুপুষ্টিসম্পন্ন দেশীয় ছোট প্রজাতির মাছ চাষ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিট (মৎস্য খাত)’র আওতায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়।
আজ অনুষ্ঠিত মাঠ দিবসে উপস্থিত ছিলেন- প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নাচোল শাখার ব্যবস্থাপক কাওসার আলী ও সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমাম।
মাঠ দিবসে জানানো হয়, দেশীয় ছোট প্রজাতির মাছ মলা, দারকিনা, তিতপুটি, দেশী টেংরা গুলশা, পাবদাসহ অন্যান্য দেশী ছোট প্রজাতির মাছে প্রচুর পরিমাণ ভিটামিন-এ পাওয়া যায়। ছোট মাছ শিশুদের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের জোগান দেয়, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ করে, মানব দেহের হাড় ও দেহ গঠনে ভূমিকা পালন করে। মাঠ দিবসে সকলকে কার্প-জাতীয় মাছের সাথে দেশীয় প্রজাতির ছোট মাছ চাষে উদ্বুদ্ধ করা হয়।

Exit mobile version