নাচোলে মস*জিদ থেকে অ*জ্ঞাত ব্যাক্তির মর*দে*হ উদ্ধার

নাচোল উপজেলার একটি মসজিদ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে খবর পাবার পর সদর ই্উনিয়নের গনইর গ্রামের একটি ওয়াক্তিয়া মসজিদ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকাল সাড়ে ৩টার দিকে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, মরদেহের কপালে জখমের মত একটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া বাহ্যিকভাবে আঘাতের অন্য কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে লোকটি ভবঘুরে শ্রেণীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কেউ তাকে শনাক্ত করতে পারে নি। কিভাবে ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে। সিআইডির ক্রাইমসিন ইউনিট মরদেহের আলামত ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।