নাচোলে ভুল অপারেশনে রোগীর মুত্যু ঘটনায় ভুয়া ডাক্তার আটক

620

নাচোলে জননী ক্লিনিকে চিকিৎসকের ভুল অপারেশনে রোগীর মুত্যুর ঘটনায় ভূয়া ডাক্তার মাহফুজ আলম নামে একজনকে আটক করেছে পুলিশ। নওগাঁ জেলার বদলগাছি উপজেলার জগদিসপুর গ্রামের আবু বাক্কার সিদ্দিক এর ছেলে মাহফুজ। ভূয়া ডাক্তার মাহফুজ আলম নিজেকে ডা:মাসুদ রানা পরিচয় দিয়ে দীর্ঘ দিন থেকে নাচোল পৌর এলাকায় ৪টি ক্লিনিকে অপারেশন কার্যক্রম করে আসছিলো। নাচোল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গতকাল নাচোল জননী ক্লিনিকে চিকিৎসকের ভুল অপারেশন ঘটনায় উপজেলার নেজামপুর ইউনিয়নের বাইপুর গ্রামের নাসির উদ্দিনের ৭ম শ্রেণীর স্কুল পড়–য়া মেয়ে নাহিদা মারা যায়। এ ঘটনায় মৃতের পিতা বাদী হয়ে বৃহসপ্রতিবার নাচোল থানায় একটি হত্যা মামলা করলে আজ তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য গত সোমবার বিকেলে নাহিদার পেটের ব্যাথা দেখা দিলে তার পরিবার ওই দিন সন্ধ্যায় নাচোল জননী ক্লিনিকে ভর্তি করে। এসময় ক্লিনিকে থাকা ভূয়া ডাক্তার মাহফুজ আলম নাহিদার এ্যাপেনডিসাইটিস হয়েছে বলে অপারেশন করেন। অপারেশনের দুইদিন পর নাহিদার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীটিকে মৃত্যু ঘোষনা করেন।