নাচোলে ভুটভুটি উল্টে চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুটভুটি উল্টে এর চালক জুয়েল রানা (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নাচোল-আমনুরা সড়কের ফুলকুঁড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক জেলার গোমস্তাপুর উপজেলার আজগড়া গ্রামের মৃত জাইগীর হোসেনের ছেলে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে জুয়েল রানা রাজশাহী জেলার কাকনহাট ললিতনগরে একটি বাগান থেকে আমপাড়ার জন্য শ্রমিকদের তার ভুটভুটিতে করে নিয়ে যাচ্ছিল। পথে নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি মোড় এলাকায় পৌঁছালে শ্যালোমেশিন চালিত স্টেয়ারিং (ভুটভুটি) গাড়ির সামনের চাকা রাস্তার ভাঙা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এঘটনায় জুয়েল রানাসহ অন্যরা রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে জুয়েল রানা মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। অন্যরাও আহত হয়। খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত ডাক্তার জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, আহতরা একই এলাকার মৃত আমজাদ আলীর ছেলে আজিজুল হক (৬০), মুরাদ (৩০), শনি (৩০), বৈদ্যনাথপুর গ্রামের জাহানের ছেলে সেরাজুল (৪০) ও সাইদুলের ছেলে মারুফ (২০)। আহতদের মধ্যে শনি ও মুরাদের জখম গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।