নাচোলে বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগীতার উদ্বোধন

136

নাচোলে উপজেলা পরিষদ পুকুরে ওয়াসিউল স্মৃতি সুইমিং ক্লাব আয়োজিত বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগীতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। প্রতিযোগীতায় আট থেকে সতের বছরের শতাধিক সাঁতারুরা ৩৬টি ইভেন্টে অংশগ্রহন করে। এ প্রসঙ্গে ক্লাবের সভাপতি সাঁতার প্রশিক্ষক তোহিদুল ইসলাম বলেন, এবছর ক্লাব থেকে প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে নয়জন পদক বিজয় হয়েছে। আমরা সাঁতারের মাধ্যমে নাচোলকে বিশ্বদরবারে আলোকিত করব। এবিষয়ে অনুষ্ঠানের অন্যতম আয়োজক এশিয়ান স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক ইএলএস সহসভাপতি শাকিল রেজা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সাঁতার অপরিহার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসার হারুন অর রশিদ, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীর চর্চা) আনিকুল ইসলাম, নাচোল হাসপাতালের মেডিক্যাল এ্যাসিসটেন্ট আব্দুল বারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ইএলএস’র সহসভাপতি নাচোল উপজেলা স্কুলের সহকারী শিক্ষক মজিদুল ইসলাম।