নাচোলে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেশন 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল খ ম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে পৃথক সচেতনতামূলক সেশন পরিচালিত হয়েছে।
সেশন পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা. নোশীন ইয়াসমিন।
এ সময় তিনি বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যের সংজ্ঞা ও গুরুত্ব, শারীরিক ও মানসিক পরিবর্তন, নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার, যৌন সংক্রমণ রোগ ও প্রতিরোধ, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা, স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা ও সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, যুব সংগঠন বিষয়ক সম্পাদক আবদুস সাত্তার, স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান সম্পাদক আব্দুর রহমান মানিক।
বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় সেশনের আয়োজন করে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী শ্যামল বর্মন, সদস্য নাবিউল ইসলাম, আসাদুজ্জামান, প্রিয়াঙ্কা প্রামাণিক, ঈশিতা খাতুন, প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক।