নাচোলে বিট পুলিশিং ও জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

86

নাচোলে বিট পুলিশিং ও জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল রেল স্টেশন প্লার্টফর্মে ৭নং বিট পুলিশিং কর্মকর্তা এসআই আতোয়ার রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী রেলওয়ে থানার ওসি গোপাল কুমার। বিশেষ অতিথি’র বক্তব্য দেন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নাচোল পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম ,মনিরুল ইসলাম, মতিউর রহমান, হেলাল উদ্দিন, নাচোল উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচীব ও প্রবীণ সাংবাদিক আমিরুল ইসলাম, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার ও সমাজসেবক বাবুল আক্তার। এছাড়া উন্মুক্ত আলোচনা বক্তব্য রাখেক ক্রীড়া সংগঠক খাইরুল ইসলাম, ছাত্রনেতা ইউনুস আলী, সাংবাদিক আব্দুল্লাহ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল পৌরসভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবিব। বক্তারা, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ট্রেনের ছাদে, ইঞ্জিনে ও বাফারে ভ্রমন থেকে বিতর থাকা ও অবৈধ চেইন পুলিং প্রতিরোধে সচেতনামূলক বক্তব্য রাখেন। এছাড়া মাদক ও বাল্য বিয়েসহ, ট্রেনে ছিনতাই ও হিজরাদের অত্যাচার প্রতিরোধমূলক বিষয়ে বক্তব্য রাখেন। প্রধান অতিথি আরো বলেন, অবৈধভাবে মোটর সাইকেল প্লার্টফর্মে উঠালে ও বিনা কারনে প্লাটফর্মে ঘোরাফেরা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফুটওভার ব্রিজ এর বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান। এছাড়া রেলের টিকিট কালোবাজারি করলে প্রমান সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে প্রধান অতিথি জানান।