নাচোলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

235

নাচোলে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল শেষে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বালক ও বালিকাদের চাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। এসময় তাঁর সাথে ছিলেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলামসহ অন্যান্যরা। ছেলেদের খেলায় দিয়াড়া ডিমকইল প্রাথমিক বিদ্যালয় বনাম ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে গোলশূন্য অবস্থায় খেলার নির্ধারিত সময় শেষ হলে ট্রাইবেকারে ৪-৩ গোলে দিয়াড়া ডিমকইল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপর দিকে মেয়েদের ফাইনালে ১-০ গোলে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ম্যান অব দ্যা টুর্ণামেন্টের গৌরব অর্জন করে ডিমকইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেহেদী হাসান এবং সর্বোচ্চ গোল দাতার গৌরব অর্জন করে ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুর রাহিম। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ম্যান অব দ্যা টুর্ণামেন্টের গৌরব অর্জন করেছে শানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিফা খাতুন এবং সর্বচ্চ গোল দাতার গৌরব অর্জন করেছে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহফুজা আক্তার।