নাচোলে প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

নাচোলে ২০২৫-২৬ অর্থ বছেরে রবি মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনার কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে নাচোল উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম এর সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা কৃষি কমকর্তা সলেহ আকরাম জানান, রবি মৌসুমে কৃষি প্রনোদনার কর্মসূচীর আওতায় গম, সরিষা শীতকালীন পেঁয়াজ ,চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে এ মৌসুমে নাচোল উপজেলায় ১৩ হাজার ৭শ’ ৮০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে।